মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে দুই ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাঁদের অভিযোগ, সড়ক মেরামতে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের কাঁচা সংযোগ সড়কটির প্রায় ৩০০ মিটার জায়গা ধসে গেছে। সড়কের এই স্থান প্রতিবছরই ভেঙে পাশ দিয়ে প্রবাহিত শিংগীমারী নদীতে বিলীন হয়। এলাকাবাসীর উদ্যোগে ও আর্থিক সহায়তায় প্রতিবছরই বাঁশের খুঁটি দিয়ে মাটি ও বালুর বস্তা ফেলে ভাঙনকবলিত স্থান ভরাট করা হয়। এভাবে সড়কটি রক্ষা করার চেষ্টা করা হলেও তা টিকছে না। পাঁচ বছরে
সমস্যা আরও বেড়েছে। মোমিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন বলে, ‘বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় অনেক ছাত্রের সাইকেল ভাঙা স্থানে এসে নদীর দিকে পড়ে গেছে। তারপরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’
কুচলিবাড়ী এলাকার আব্দুল জলিল বলেন, ‘বহুবার চেয়ারম্যানসহ অনেকের কাছে যাওয়া হয়েছে। কেউ এ সড়কটি মেরামত বা এ কাজে সহযোগিতা করেননি। হাটবাজার ও গ্রাম এলাকায় টাকা তুলে প্রতিবছর সড়কটিতে বাঁধ দেওয়া হয়। অনেক মানুষ চলাচল করা সড়কটি পাকা ও স্থায়ীভাবে বাঁধ দেওয়া দরকার।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম বলেন, ‘সড়কটি নির্মাণে প্রয়োজনীয় হিসাব করা আছে। তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। নির্দেশনা ও অনুমোদন হলে কাজ করা হবে।’