আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মালয়েশিয়ায় অবৈধ ১১৮ বাংলাদেশী আটক

  • In প্রবাস জীবন
  • পোস্ট টাইমঃ ২৭ মে ২০২৩ @ ০৮:২৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ মে ২০২৩@০৮:২৫ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় অবৈধ ১১৮ বাংলাদেশী আটক

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

মালয়েশিয়ায় ১১৮বাংলাদেশিসহ মোট ১৬২অভিবাসী নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। বৃহস্পতিবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

শুক্রবার ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, অভিযানে অভিবাসীদের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১২৬জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১৮জন বাংলাদেশি, ২৩জন মিয়ানমারের, ১১জন ইন্দোনেশিয়ার এবং ১০জন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালনায় অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযানে অংশ নেন।

ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুরজুড়ে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights