হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৫ জনে।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ২৭ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩’শ ৬০ জন।
মারা যাওয়া ওই নারী হলেন- ফরিদপুরের বোয়ালমরী উপজেলার বাসিন্দা তুলসী রানী (৩৫) ও মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৭০)।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।
ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬’শ ৩৫ জন। এর মধ্যে ২২ হাজার ১’শ ৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।