আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: এম এ আউয়াল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৪ মে ২০২৩ @ ০৯:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ মে ২০২৩@০৯:১৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: এম এ আউয়াল

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, তখন তাকে কবরে পাঠানোর বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বুধবার (২৪মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তি‌নি এসব কথা বলেন।

বিএনপি নেতা চাঁদের বক্তব্য বিএনপির অবস্থানকে স্পষ্ট করেছে উল্লেখ করে এম এ আউয়াল বলেন, আজকে ৫দিন অতিবাহিত হলেও বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিএনপি। আমার প্রশ্ন, চাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব কি খুনের রাজনীতিকে উৎসাহিত করছেন?

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মনে করেন এম এ আউয়াল।

বিবৃতিতে সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের বিরুদ্ধে গিয়ে এক জন জননেত্রীকে হুমকি দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়? সরকারকে অবশ্যই এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights