আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

লালমনিরহাটে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ অক্টোবর ২০২৩ @ ০৯:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৩@০৯:৫৫ অপরাহ্ণ
লালমনিরহাটে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

জিন্নাতুল ইসলাম জিন্না
স্টাফ রিপোর্টার।।

বিএনপির ডাকা হরতালে নাশকতার অভিযোগে লালমনিরহাটে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ১৪ বিএনপির নেতাকর্মীর মধ্যে হাতীবান্ধায় ৪জন, কালীগঞ্জে ১জন আদিতমারীতে ৪জন ও সদর উপজেলায় ৫জন রয়েছেন। এদের মধ্যে লালমনিরহাটে পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজগর আলী ও পৌর শ্রমিকদলের সাংগঠনিক শহিদুল ইসলাম বাবু রয়েছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বিএনপির ডাকা হরতালে নাশকতার করায় তাদের গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী ও সাপ্টিবাড়িতে এবং লালমনিরহাট রংপুর মহাসড়কের মহেন্দ্রনগরে বিএনপি কর্মীরা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা করে জনমনে আতংক সৃষ্টি করে। এসময় বিএনপি কর্মীরা আ’লীগের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে মহেন্দ্রনগরের যুবলীগ নেতা জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। পুলিশ প্রশাসনের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিকে বানচাল করার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মামলা দিয়ে এবং নেতাকর্মীদের গ্রেফতার করে বিএনপির শান্তিপূর্ণ আনন্দোলন বন্ধ করা যাবে না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights