আজ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে শ্রমিকলীগ অফিসে আগুন, আহত ৫ পুলিশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ অক্টোবর ২০২৩ @ ১০:৫৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৩@১০:৫৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে শ্রমিকলীগ অফিসে আগুন, আহত ৫ পুলিশ

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর শহরে হরতালের আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে প্রধানমন্ত্রীর ও জেলা আ’লীগের সভাপতি শামীম হকের ছবি সম্বলিত আওয়ামী লীগের একাধিক ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলা সদরের অম্বিকাপুর এলাকায় শ্রমিকলীগের অফিসেও আগুন দেওয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের উপর ইটপাটকেল ছুঁড়লে ৫ জন পুলিশ আহত হয়।

রবিবার (২৯ আগস্ট) সকালে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জলিল জানান, শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন মাইক্রোস্ট্যান্ডের সামনে ও রাত দেড়টার দিকে অম্বিকাপুর এলাকায় এ পৃথক দুটি ঘটনা ঘটে।

ওসি জানান, পৃথক দুটি স্থান থেকে অবিস্ফোরিত দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান কোতয়ালী থানার ওসি এম,এ জলিল।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তত রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights