আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কূটনীতিকদের নিরাপত্তায় আনসার প্রস্তুত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ মে ২০২৩ @ ০৪:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ মে ২০২৩@০৪:৩০ অপরাহ্ণ
কূটনীতিকদের নিরাপত্তায় আনসার প্রস্তুত

বিডিহেডলাইন্স ডেস্ক :

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বিদেশি কূটনীতিকদের আনসার বাহিনী কীভাবে অতিরিক্ত নিরাপত্তা দেবে, সেটি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার বা রোববারের মধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাসগুলোকে বিষয়টি জানানো হবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্রসচিব।

সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কে এম আমিনুল হক বলেন, ‘কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা দিতে আনসার বাহিনী প্রস্তুত আছে, আর্থিক বিষয় আলোচনা করে ঠিক করা হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনারদের দেওয়া বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) তুলে নেয় সরকার। হঠাৎ এমন সিদ্ধান্তে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের অনেকে বিস্মিত হন। সেদিনই একাধিক দূতাবাস নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারকে জানায়।

প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেন, ‘রাষ্ট্রদূতদের যে বাড়তি নিরাপত্তাসুবিধা দেওয়া হয়, সেটি আর অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, রাষ্ট্রদূতদের নিয়মিত যে নিরাপত্তা দেওয়া হয়, তা অটুট থাকবে। বাড়তি নিরাপত্তাসুবিধা হিসেবে যানজট এড়ানোর জন্য অতিরিক্ত যে পুলিশ তাদের দেওয়া হয়েছিল, তা আর দেওয়া হবে না। কারণ, যে ধরনের পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছিল, সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ছাড়া সরকারের পুলিশি জনবলেরও সংকট রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights