আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে কোচিং সেন্টারে জরিমানাঃ

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ১৬ মে ২০২৩ @ ১১:৪৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ মে ২০২৩@১১:৪৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে কোচিং সেন্টারে জরিমানাঃ

বিডিহেডলাইন্স ডেস্ক:

এসএসসি ও সমমানের পরিক্ষা চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরে চলছিল কোচিং বাণিজ্য। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শহরের ঘাসিপাড়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। আর তাতেই কয়েকটি কোচিং সেন্টারে ২লাখ ৬১হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের চারটি কোচিং সেন্টারে জড়িত ৭জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২লাখ ৬১হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন।

উক্ত প্রতিষ্ঠানগুলো হলো- রাফসান ম্যাথ এন্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০হাজার টাকা, আমিনুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০হাজার টাকা, জয় প্রাইভেটকে ১লক্ষ ৬০হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম। তিনি বলেন- সরকারি নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চলাকালে আমরা এসকল কোচিং সেন্টারকে দেখতে পাই। এসএসসি ও সমমানের পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights