মির্জা ফখরুল বলেছেন, “যদি সেইভ এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠ অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।”সামনে ‘রাজনৈতিক ঝড়’ আসবে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামীলীগ না মানে বলে সরকারকে সর্তক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকার নয়া পল্টনে এক সমাবেশ তিনি এই সর্তকবার্তা দেন।
ফখরুল বলেন, “ঝড় আসছে, উত্তাল সমুদ্র থেকে ধেয়ে আসছে এই বাংলাদেশের বুকে…। আজকে ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই। “রাজনৈতিক ঝড়ও আসছে, এই রাজনৈতিক ঝড় এদেশের মানুষের হৃদয় থেকে নিঃসরিত হয়ে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।”
তিনি বলেন, “আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যারা সরকারে আছেন, যারা সরকার চালাচ্ছেন… এখনও সময় আছে আপনারা মানুষের ভাষা বুঝতে শিখুন, আপনারা মানুষের ভাষা বুঝার চেষ্টা করুন, চোখের ভাষা বুঝার চেষ্টা করুন।
“আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। একথা আমরা বারবার বলেছি, আবারও বলছি- পদত্যাগ চাই । যদি সেইভ এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠ অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।”
এ সময় বিএনপির এই আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করেছে বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, “এটা দেশে-বিদেশে আজকে প্রতিষ্ঠিত সত্য যে, হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেবো না। সাফ কথা।”
এদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে ‘গায়েবী মামলায় গ্রেপ্তার নেতাকর্মী ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এই সমাবেশ হয়।
সমাবেশে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, রফিকুল ইসলাম, শিরিন সুলতানা, তাবিথ আউয়ালসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।