আজ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে নৌকাবাইচে সংঘ‌র্ষে ১০জন আহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৩@০৭:৩৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে নৌকাবাইচে সংঘ‌র্ষে ১০জন আহত
ছবি- বিডিহেডলাইন্স

।।টাঙ্গাইল প্রতি‌নি‌ধি।।

টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় সংসদ সদস‌্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকাবাইচ চলাকা‌লে দুইগ্রু‌পের সা‌থে সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকমপ্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বুধবার (২০ সে‌প্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এই ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েকদফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।

জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় স্থানীয় সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নি‌রের উদ্যো‌গে দুইদিনব‌্যাপী নৌকাবাইচ শুরু হয়। বুধবার দ্বিতীয়‌দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়। প‌রে আগে পিছ‌নে নৌকা ছাড়া‌কে কেন্দ্র ক‌রে দুই বাইচকারী‌দের সা‌থে সংঘর্ষ বা‌ঁধে। এসময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ১০জন আহত হ‌য়ে‌ছে।

এদি‌কে নৌকাব‌াইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ‌্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অ‌তি‌থি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয় ব‌লে জানা গে‌ছে।

নৌকা বাইচে উপ‌স্থিত ছি‌লেন, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হো‌সেন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি ফা‌হিমা বিন‌তে আখতা‌র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান ম‌নিরুল ইসলাম বাবু, গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি দুলাল হো‌সেন চকদার প্রমুখ।

যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য ও নিকরাইল ইউপি সদস‌্য আব্দুল ক‌রিম ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের উপর হামলা ক‌রে। এতে ৮ জন আহত হ‌য়ে‌ছে।

নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান দুলাল হো‌সেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। সংঘর্ষ হয়‌নি।

উপ‌জেলা স্ব‌াস্থ‌্যকম‌প্লে‌ক্সে মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ সা‌থে মোবাইলে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ