।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বি গ্রুপের সঙ্গে তীব্র লড়াইয়ের পর রাজধানীর একটি সুপরিচিত বহুতল টাওয়ারে আগুন জ্বলছে। রবিবার অনলাইনে পোস্ট হওয়া ছবিতে গ্রেটার নীল প্রেট্রোলিয়াম অয়েল কোম্পানি টাওয়ারে আগুন জ্বলতে দেখা গেছে।
ভবনটির আর্কিটেক্ট তাগরিদ আবদিন এক্স প্লাটফর্মে এক বার্তায় লেখেন, এটা সত্যিই বেদনার। গত এপ্রিলে যুদ্ধ শুরুর পর রাজধানী খার্তুম এবং অন্য শহরগুলোতে স্থল যুদ্ধের পাশাপাশি বিমান হামলা চলছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
নীল নদের তীরে অবস্থিত ১৮তলা তেল কোম্পানির বহুতল ভবনটি খার্তুমের সবচেয়ে পরিচিত ভবন। আর্কিটেক্ট তাগরিদ আবদিন বলেন, এটি আকাশে খার্তুম শহরের পরিচয় নিশ্চিত করে।
কোণের মতো কাঠামোর ভবনটিতে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ভবনটির কাঁচের দেয়ালে আগুন জ্বলতে দেখা গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষে জড়ায়। গত ১৫ এপ্রিল এই সংঘাত শুরুর কয়েক দিন আগে সারাদেশে আরএসএফ সদস্যদের মোতায়েন করা হয়। এই ঘটনাকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে সেনাবাহিনী।
সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গ্রুপ জানিয়েছে, গত শনিবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায় আরএসএফ। বিচার মন্ত্রণালয়ের ভবনেও হামলা হয়। হামলার পর কয়েকটি সরকারি ভবনে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবারও সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রয়েছে।