আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ষড়যন্ত্র করে নৌকার জয় আর ঠেকানো যাবে না- এমপি লাবু চৌধুরী

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩@০৭:৪১ অপরাহ্ণ
ষড়যন্ত্র করে নৌকার জয় আর ঠেকানো যাবে না- এমপি লাবু চৌধুরী
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, “দেশের মানুষ বিএনপি-জামায়াতকে আর চায় না। ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়, কিন্তু নৌকার জয় আর ঠেকানো যাবে না। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।”

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ফরিদপুরের সালথায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাবু চৌধুরী এমপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আজ সারা বিশ্ব ভূয়সী প্রশংসা করছে। শুধুমাত্র গুটিকয়েক রাজনৈতিক ব্যক্তির তা সহ্য হচ্ছে না। তাই তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, প্রবীণ আ’লীগ নেতা ইনামুল হোসেন তারা মিয়া প্রমূখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights