।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে শনিবার খারাপ আবহাওয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। ছোট প্রোপেলারের উড়োজাহাজটি তার চারশ কিলোমিটার যাত্রা প্রায় শেষ করে ফেলেছিল। অ্যামাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে এটি দুর্গম জঙ্গলের শহর বার্সেলোসে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজের ১২ যাত্রী এবং দুই কর্মীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
অ্যামাজন রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেইদা বলেন, প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বার্সেলোনায় নামার সময়ে ভারি বৃষ্টি এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় উড়োজাহাজটি রানওয়ে হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটেছে।
ব্রাজিলের নিউজ সাইট জি১ জানিয়েছে, উড়োজাহাজটি ছিল একটি ইএমবি-১১০। দুই ইঞ্জিন বিশিষ্ট জাহাজটির প্রস্তুতকারক ব্রাজিলের উড়োজাহাজ প্রস্তুতকারক এমব্রেয়ার। জি১ জানিয়েছে, উড়োজাহাজটির মালিক মানাউস অ্যারোতেক্সি বলেছেন, উড়োজাহাজ এবং এর কর্মীরা সকলেই উড্ডয়নের সব শর্ত মেনে চলছিলেন।
বার্সেলোসের মেয়র এডসন দে পলা রদ্রিগেজ মেন্ডেস জানিয়েছেন, উড়োজাহাজটি এক ব্যবসায়ী ভাড়া করেছিলেন। তিনি স্থানীয়ভাবে মাছ ধরার খেলা নিয়ে কাজ করেন। মেয়র জানান, দুর্ঘটনা কবলিত ব্যক্তিরা ছিলেন ওই ব্যবসায়ীর বন্ধু। ব্রাজিলের বিভিন্ন অংশ থেকে তারা ওই খেলায় যুক্ত ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে মরদেহগুলো মানাউসে নিয়ে যাওয়া হবে। বার্সেলোস একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বেশ কয়েকটি ন্যাশনাল পার্কের পাশে এর অবস্থান।
অ্যামাজন রাজ্যে মাছ ধরার চূড়ান্ত মৌসুম হিসেবে সেপ্টেম্বরকে বিবেচনা করা হয়। এই রাজ্যটি বিশেষ ধরনের অর্নামেন্টাল মাছের জন্য সুপরিচিত।