হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাবের নেতৃত্বে জেলা শহরের শরিয়তুল্লাহ বাজার লোহার ব্রিজ সংলগ্ন এলাকা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে র্যাফেলসইন হোটেল মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামাতের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং অবিলম্বে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জোর দাবি জানান।