আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফের দর্শক মহলে সাড়া ফেলছে পাবেল এর গান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০৫:৩৫ অপরাহ্ণ
ফের দর্শক মহলে সাড়া ফেলছে পাবেল এর গান

যাযাবর পলাশ
বিনোদন ডেস্ক।।

এই প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে যার নাম না বললেই নয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘আইজ কাইল আঁই আইলে’ শিরোনামের একটি গান। গানটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। ইতিমধ্যেই শীর্ষক রেসপন্স ঘটছে গানটির। আঞ্চলিক গানটিতে পাবেলের কন্ঠে, কথা ও সুর দিয়েছেন সিরাজুল ইসলাম আজাদ এবং সংগীতে ছিলেন আদিব কবির। মিউজিক ভিডিওটির মডেল ছিলেন পাবেল ও মেধা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী পাবেল জানান, চট্টগ্রামের এই আঞ্চলিক গানটা আমার এতো পছন্দের যে গেয়েই ফেললাম। আশা করি সবার খুব ভাল লাগবে আমার ভার্সনটা। এর আগের মিউজিক ভিডিও ‘দিওয়ানা’ তে বেশ ভাল রেসপন্স পেয়েছি। গান দুটো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল Pabel এ পাওয়া যাবে।

প্রসঙ্গত, জনপ্রিয়তার শীর্ষে থাকা পাবেল বাজিমাৎ করেছেন দ্বৈতকন্ঠের ‘বুক চিনচিন করছে হায়’, ‘টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর ‘ গানগুলো দিয়েই। এরপরেও একেরপর এক নতুন গান দিয়ে জয় করছে দর্শকের হৃদয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights