আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজউকের সাত পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

  • In ক্যারিয়ার
  • পোস্ট টাইমঃ ২৪ মার্চ ২০২৩ @ ০১:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ মার্চ ২০২৩@০৫:৪৫ অপরাহ্ণ
রাজউকের সাত পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাত ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রাজউকের ওয়েবসাইটে প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাত ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস, ঢাকায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাত ক্যাটাগরির পদগুলো হলো—সহকারী প্রকৌশলী (পুর), সহকারী স্থপতি, উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপসহকারী স্থপতি ও কানুনগো।

ইতিমধ্যে প্রবেশপত্র পরীক্ষার্থীদের উল্লিখিত ঠিকানায় পাঠানো হয়েছে। লিখিত পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনমাফিক প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। কোনো পরীক্ষার্থী প্রবেশপত্র না পেলে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ অফিস চলাকালীন এক কপি ছবিসহ অফিসে যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights