আজ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বুকচিরে বয়ে যাওয়া শোলমারী নদী  ব্যাপক ক্ষতির আশঙ্কা 

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ সেপ্টেম্বর ২০২৩@০৫:৩৮ অপরাহ্ণ
বুকচিরে বয়ে যাওয়া শোলমারী নদী  ব্যাপক ক্ষতির আশঙ্কা 
উৎপল রায় 
দাকোপ প্রতিনিধি।।
খুলনার বটিয়াঘাটা উপজেলার বুকচিরে বয়ে যাওয়া শোলমারী নদী ভরাট হওয়ায় জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। নদীর দুইতীরের বাধ ছাপিয়ে পানি গ্রামে এবং বিলে প্রবেশ করছে। সদ্যরোপন আমন ধানের চারা পানিতে ডুবে গেছে। পানি ভিতরে প্রবেশ করতে পারলেও বের হতে পারছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন ন্যায় জোয়ারের সময় নদী তীরের বাঁধ উপচে ভিতরে গেলেও পানি উন্নয়ন কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওয়াব্দা বাঁধের উপর ছোট বাধ নির্মাণের চেষ্টা চলছে। গতকালের জোয়ারে শোলমারী নদী তীরে অবস্থিত হোগলবুনিয়া গ্রামে পানি প্রবেশ করে। প্রায় তিনশ ’ ফুট বেড়ি তলিয়ে যায়।
এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানালে চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর নির্দেশনায় প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস সরে জমিন পরিদর্শন করে রিং ভেড়ী নির্মাণ করার কাজ শুরু করেন। এলাকাবাসী অবিলম্বে ওয়াপদা বাঁধ আরও উচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
একই ভাবে কাজিবাচা নদীর পানি প্রবেশ করছে বটিয়াঘাটা বাজার, কিসমত ফুলতলা, বুজবুনিয়া, বরণপাড়া, শিয়ালীডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ