আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পাকিস্তানে তিনশ রুপি ছাড়ালো পেট্রোল, ডিজেলের দাম

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:১৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@১১:১৮ পূর্বাহ্ণ
পাকিস্তানে তিনশ রুপি ছাড়ালো পেট্রোল, ডিজেলের দাম

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পাকিস্তানে হাই স্পিড ডিজেল (এইচএসডি) এবং পেট্রোলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হাক কাকারের সরকার। বৃহস্পতিবার রাতে এক ঘোষণায় দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৪.৯১ রুপি এবং এইচএসডির দাম ১৮.৪৪ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো এই দুটি জ্বালানি পণ্যের দাম লিটার প্রতি তিনশ রুপি ছাড়িয়ে গেছে।

তত্বাবধায়ক সরকারের অনুমোদনের পর নতুন মূল্য তালিকা ঘোষণা করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রতি লিটার পেট্রোলের মূল্য হবে ৩০৫.৩৬ রুপি এবং এইচএসডির দাম হবে ৩১১.৮৪ রুপি।

অর্থ মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় এবং বিনিময় হারের ভিন্নতার কারণে ভোক্তাদের জন্য পেট্রোলিয়াম পণ্যের বর্তমান বাজার দর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাকিস্তানের পরিবহন খাতের বেশিরভাগই এইচএসডি ব্যবহার হয়। বর্তমানে এর লিটার প্রতি দাম ২৯৩.৪০ রুপি থেকে বাড়িয়ে ৩১১.৮৪ রুপি করা হয়েছে। পরিবহন পণ্যের দাম বাড়ায় বিভিন্ন খাতে এর প্রভাব জোরালো হতে পারে। এমনকি মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে।

তবে কেরোসিন ও হালকা ডিজেলের দাম বাড়ায়নি পাকিস্তান সরকার।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights