আজ ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের ফাঁসি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ জুলাই ২০২৩ @ ০৩:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুলাই ২০২৩@০৩:০১ অপরাহ্ণ
জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের ফাঁসি
ছবি- বিডিহেডলাইন্স

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারির ছেলে কাফি ও মৃত শওকত আলীর ছেলে সাদিকুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামে এক যুবককে গলায় কাঁচা পাটের আঁশ পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে বেরিবাধের নিচের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights