আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগানিস্তান ও পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৪৪ মৃত্যু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ১১:২৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@১১:২৯ পূর্বাহ্ণ
আফগানিস্তান ও পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৪৪ মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

আফগানিস্তানে তীব্র মৌসুমি বৃষ্টিপাতে অন্তত ৩১ জনের মৃত্যু এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। এছাড়া প্রতিবেশি পাকিস্তানে বৃষ্টি ও ভূমি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ে তালেবানের নিয়োগকৃত মুখপাত্র সাইফুল্লাহ রহিমি জানান, গত তিন দিনের বন্যায় অন্তত ৩১ জনের প্রাণহানি, ৭৪ জন আহত এবং ৪১ জন নিখোঁজ রয়েছে। তিনি জানান, রাজধানী কাবুল, ময়দান ওয়ার্দাক এবং গজনি প্রদেশে হড়কা বান দেখা দিয়েছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পশ্চিম কাবুল ময়দান ওয়ার্দাকে। বন্যায় প্রায় ২৫০ গবাদি পশুর মৃত্যুর কথাও জানান রহিমি।

আফগানিস্তানের জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে এই বন্যা। গত এপ্রিলে জাতিসংঘের মানবিক সংস্থা জানায়, দক্ষিণ এশিয়ার দেশটি টানা তৃতীয় বছরের মতো খরায়, দ্বিতীয় বছরের মতো চরম অর্থনৈতিক সংকট এবং দশকের পর দশকের যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের পরিণতিতে ভুগছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সবশেষ হড়কা বানের ঘটনা ঘটে কাবুলের পশ্চিমে ময়দান ওয়ার্দাক জেলার জালরিজ জেলায়। দ্রুত বন্যার পানি বাড়ায় ঘুমের মধ্যে পানিতে ভেসে যান অন্তত ১২ জন। হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হওয়ার পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছে ৪০ জন। উদ্ধার কাজ চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয় প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে অন্তত নয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গিলজিট বালটিস্টান অঞ্চলে ভূমি ধসে এক গাড়ির ওপর পড়লে একই পরিবারের চার সদস্য নিহত হন। দেশটিতে বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানির কথা জানা গেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights