আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ১০:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@১০:৩৮ পূর্বাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।গতকাল রবিবার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার (অনুসন্ধান) মোছাঃ আছিয়া খাতুন। এসময় এই আহ্বান জানান রাষ্ট্রতি।

মোঃ সাহাবুদ্দিন বলেন, ‘দুদকের একার পক্ষে দেশব্যাপী দুর্নীতি দমন সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার’।উন্নয়নের বড় অন্তরায় দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দুর্নীতি প্রতিরোধে পরিবারেই সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা কামনা করেন কমিশনার মোছাঃ আছিয়া খাতুন। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights