আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কাহালুতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ০৬:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@০৬:৪৬ অপরাহ্ণ
কাহালুতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

।।বগুড়া (কাহালু) প্রতিনিধি।। 

 “সবার আগে সুশাসন-জনসেবায় উদ্ভাবন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা  সাড়ে দশটার সময় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উর্দযাপন উপলক্ষে। কাহালু উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু-নন্দীগ্রাম এলাকার মাননীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নিবার্হী অফিসার( ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কাহালু  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ বিউটি খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

র‍্যালী শেষে এক  আলোচনা সভা উপজেলা  পরিষদের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা  (ভারপ্রাপ্ত) নিবার্হী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা। জাতীয় পাবলিক সার্ভিস দিবসে র‍্যালী ও আলোচনা সভায় উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights