আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

কোন বয়সে একজন নারীর যৌন ইচ্ছা সব চেয়ে বেশি থাকে?

  • In লাইফস্টাইল
  • পোস্ট টাইমঃ ১১ অক্টোবর ২০২৩ @ ১০:২৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ অক্টোবর ২০২৩@১০:২৭ পূর্বাহ্ণ
কোন বয়সে একজন নারীর যৌন ইচ্ছা সব চেয়ে বেশি থাকে?

।।নিজস্ব প্রতিবেদক।।

কোন বয়সে একজন নারীর যৌন ইচ্ছা সব চেয়ে বেশি থাকে? অনেকেই হয়তো বলবেন, যৌবনের গোড়ায়, ২০-২২ বছর নাগাদ। কিন্তু সঠিক উত্তর একেবারেই অন্য। হালের সমীক্ষার রিপোর্টের ফলাফল রীতিমত চমকে দেবে।

২০১৭ সাল থেকে এই বিষয় নিয়ে ‘ন্যাচারাল সাইকেল’ নামে ইংল্যান্ডের এক গর্ভনিরোধক ওষুধ কোম্পানি সমীক্ষা চালিয়ে আসছে। পৃথিবী জুড়ে নানা বয়সের ২ হাজার ৬০০ মহিলাদের নিয়ে এক সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৬ বছর বা তার অধিক বয়সের মহিলারা নিজেদের শারীরিক সম্পর্ক নিয়ে খুশি সব চেয়ে বেশি।

বয়সের ভিত্তিতে ৩টি দলে মহিলাদের ভাগ করা হয়েছিল। প্রথমটি ২৩-এর নীচে। দ্বিতীয়টি ২৩ থেকে ৩৫-এর মধ্যে। আর তৃতীয়টি ৩৬ এবং তার উপরে। দেখা গিয়েছে, ৩ নম্বর দলে থাকা মহিলাদের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরই দাবি, তাঁরা যৌন সম্পর্ক ভীষণ উপভোগ করেন। তাঁদের মধ্যে যৌন ইচ্ছা তীব্র।

২৩ বছরের নীচে যাঁদের বয়স, সেই মহিলাদের মধ্যে ১০ জনের প্রতি ৭ জন চূড়ান্ত উপভোগ করতে পারেন যৌনসুখ। আর দ্বিতীয় দলের মহিলাদের মধ্যে প্রতি ১০ জনে মাত্র ৪ জন উপভোগ করেন শারীরিক সম্পর্ক।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights