রফিক প্লাবন
দিনাজপুর।।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুড়িকাঘাতে মমিনুল ইসলাম মোমিন (১৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মমিনুল ইসলাম মোমিন পার্বতীপুর পৌরসভার গোয়ালপট্রি মহল্লার লূৎফর রহমানের ছেলে। আর গ্রেফতারকৃত মমিনুর ইসলাম কুড়ির একই উপজেলার মুশাহারপট্রি গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের মুশাহার পট্রিতে তর্ক বিতর্কের এক পর্যায়ে মমিনুর ইসলাম কুড়ি (২০) উত্তেজিত হয়ে মমিনুল ইসলাম মোমিন (১৯) এর পেটে ধারালো চাকু ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরনে অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথিমধ্যেই রাত আনুমানিক ১১ টায় তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনার পর পরেই ঘাতক মমিনুর ইসলাম কুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।