আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ১০:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@১০:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু
ছবি- বিডিহেডলাইন্স

হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা পৌরসভার চিত্তর মোড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকরামুল সানার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুল শিক্ষক আকরামুল সানা (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র। তিনি ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, আকরামুল সানা জোহরের নামাজ পড়ে ইটাগাছা সিএন্ডবি মসজিদ থেকে মোটরবাইকে বের হচ্ছিলেন। এসময় কালিগঞ্জগামী একটি বাস তার বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েন। এতে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই মারা যান আকরামুল সানা।

এঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights