আজ ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

অশিক্ষিত-মূর্খদের হাতে দেশের অগ্রযাত্রা সম্ভব নয়- প্রধানমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@০৬:৪৮ অপরাহ্ণ
অশিক্ষিত-মূর্খদের হাতে দেশের অগ্রযাত্রা সম্ভব নয়- প্রধানমন্ত্রী

আহসান হাবীব
বিশেষ প্রতিবেদক।।

শিক্ষিত ও মূর্খদের হাতে দেশ পড়লে সেই দেশের অগ্রযাত্রা কখনো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যেখানে বলেছিলেন ছাত্রদলই নাকি আওয়ামী লীগকে ধ্বংস করতে যথেষ্ট। আর আমি সেখানে ছাত্রলীগকে দিয়েছিলাম খাতা আর কলম। বলেছিলাম পড়াশোনা করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ না হলে কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না। আর অশিক্ষিত ও মূর্খদের হাতে দেশ পড়লে সেই দেশের কখনো অগ্রযাত্রা হতে পারে না।

সভানেত্রী আরও বলেন, আমার একটাই লক্ষ্য, এই দেশকে আরও উন্নত করার। সুকান্তের ভাষায় তাই বলতে চাই, যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। ”উদয়ের মতো শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।“ আমি সেই আদর্শ নিয়েই পথ চলি।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে পৌনে চারটায় ছাত্রসমাবেশ শুরু হয়।

এসময় সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুনিদের রাজনীতি, জঙ্গিদের রাজনীতি করে। বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। হত্যাকারীদের সঙ্গে কোনো আপস নয়। মিলিটারি ডিক্টেটরদের পোস্টারবয় গণতান্ত্রিক রাজনীতির উপযুক্ত হতে পারে না

তিনি বলেন, ‘২১ আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। বন্যেরা যেমন বনে সুন্দর, খুনি তারেক কারাগারেই সুন্দর।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে অংশ নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ