আজ ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঠাকুরগাঁওয়ে বেশি দামে পিঁয়াজ বিক্রি, ২ জনের জেল ও ৪ জনকে জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ ডিসেম্বর ২০২৩@০৫:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বেশি দামে পিঁয়াজ বিক্রি, ২ জনের জেল ও ৪ জনকে জরিমানা

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা কৃষি বিপনন কর্মকর্তাদের সহযোগিতায় জেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

এসময় সময় অধিক মূল্যে পিয়াজ বিক্রির অপরাধে ঠাকুরগাঁও গোবিন্দ নগর আড়তের মো. নুর জামাল এবং মো. মামুন নামে দুই পাইকারি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আনোয়ার হোসাইন।

এছাড়াও শহরের কালীবাড়ি বাজারে অধিক মূল্যে পিয়াজ বিক্রয় এবং ক্রয় রশিদ না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ এর ১ (ঞ) ধারায় মো.পারভেজ, মো. মোশারুল ইসলাম, বাপ্পা এবং মো. আব্দুল হামিদকে জরিমানা করা হয়।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।

তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করার উদ্দেশ্যে বেশি দামে পেঁয়াজ বিক্রয় করছেন। এজন্য জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights