।।নিজস্ব প্রতিবেদক।।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষকরা জেগে উঠেছে, শ্রমিকরা জেগে উঠেছে, ছাত্ররা জেগে উঠেছে। গোটা দেশের মানুষ ফুঁসে উঠেছে এই অবৈধ সরকারের পদত্যাগের জন্য। জনমুক্তির জন্য এই অবস্থার অবসান ঘটাতেই হবে। শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন সফল করতে হবে।
তিনি বুধবার দুপুরে পুরানা পল্টন কস্তুরী চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে যুগপৎ ধারায় একদফা দাবীতে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা. ইরান বলেন, চলমান আন্দোলন সংগ্রামে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না।
আর সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন ছাড়া জাতির কোনো মুক্তি হবে না। সুতরাং শেখ হাসিনার পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, যার অধীনে একমাত্র অবাধ সুষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব। ইতোপুর্বে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০১৪ ও ২০১৮ সালের ন্যায় আগামীতেও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। ইরান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সুস্থ্যধারার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা ফ্যাসিবাদী কায়দায় জোর জবরদস্তির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেয়।
তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে একদফা দাবীতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত ও সশস্ত্র আক্রমণ করে ২ জনকে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মী হামলা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আসলে তারা হত্যা খুন গুম ও মানুষের রক্ত ঝরাতে পছন্দ করে। এখন দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন। তাই এবার যেনতেন নির্বাচন করে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তাদের পতন খুবই সন্নিকটে।
ঢাকা উত্তরের সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসিচব মুফতি তরিকুল ইসলাম সাদী, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রিয় সম্পাদক রুম্মান সিকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর, প্রেসক্লাব, দৈনিক বাংলা, পানির ট্যাংকি হয়ে ফকিরাপুল গিয়ে কর্মসূচি শেষ করা হয়।