আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উপাচার্যের বাসভবনে ১০ দফা দাবী আদায়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০৩:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০৩:১৭ অপরাহ্ণ
উপাচার্যের বাসভবনে ১০ দফা দাবী আদায়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রফিক প্লাবন
দিনাজপুর।।

পানির সরাসরি লাইন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও খাবারের মান উন্নত করাসহ ১০ দফা দাবী আদায়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসুচী শুরু করে। এসময় তারা নানান শ্লোগান দিতে থাকেন। পরে রাত ১টায় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচী থেকে সরে আসেন। শিক্ষার্থীদের ১০ দফা দাবী হলো- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, প্রতিটি ব্লকে হিটার, প্রতিটি ফ্লোরে পানির সরাসরি লাইন, বাথরুম ও করিডোরে পর্যাপ্ত লাইট ও থ্রি-প্লাগ সুইচ দিতে হবে, ডাইনিংয়ের উন্নত মানের খাবার, হলে প্রবেশের সর্বশেষ সময় রাত সাড়ে ৮টা নির্ধারণ, হিটার চেক করার নামে হেনস্তা বন্ধ, গেস্ট এলাও এবং অভিভাবদের সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলা, লিফট ও রিডিং রুম এর ব্যবস্থা করা, বিশেষ কারণে রাতে হলে ফিরতে দেরি হলে অকথ্য ও অপমানসূচক ভাষায় কথা না বলা। এছাড়াও নবনির্মিত ছাত্রী হলের একটি স্থায়ী নামকরণের দাবিও জানান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুক্রবার রাত থেকে হলে বিদ্যুৎ নেই। সকালে কিছু সময়ের জন্য আসলেও আবার চলে যায়। পরে বিদ্যুৎ আসে। কিন্তু শনিবার রাত থেকে আবার বিদ্যুৎ না থাকায় আমরা খাওয়াদাওয়া, পড়াশোনাসহ নিত্যকার কাজকর্ম করতে অনেক ভোগান্তির শিকার হচ্ছি।

অভিযোগ রয়েছে, কনস্ট্রাকশনের সময় নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করায় বিদ্যুতের লাইনের উপর চাপ পড়লে তা লোড নিতে পারছেনা। ফলে হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হলের নির্মানকাজ শেষ হওয়ার পর কাজ ঠিকভাবে বুঝে না নিয়ে দ্রুততার সাথে হলে ছাত্রী উঠানোয় কিছু বিষয়ে অসংগতি থেকে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নবনির্মিত ছাত্রী হলের হল সুপার অধ্যাপক ড. আফরোজা খাতুন জানান, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। এরপর আমরা যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎ বিভ্রাট সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ১০ দফা দাবী থেকে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights