।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
তেল আবিবের হাসপাতালে নেয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি খুবই ভালো বোধ করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গরমে অসুস্থ হয়ে পড়ার লক্ষণের সঙ্গে নেতানিয়াহুর লক্ষণের মিল ছিল।
হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর ভিডিওবার্তা প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতে তিনি জানান, শুক্রবার রোদের মধ্যে, হ্যাট এবং পানি ছাড়াই বাইরে ছিলেন। নেতানিয়াহু বলেন, ‘এটা ভালো পরিকল্পনা ছিল না। ইশ্বরকে ধন্যবাদ, আমি খুব ভালো বোধ করছি।’
এছাড়া চিকিৎসক দল এবং শুভেচ্ছা জানানো সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান নেতানিয়াহু। তিনি বলেন, তার কেবল ‘একটাই অনুরোধ’- পানি পান এবং তীব্র গরমে নিরাপদে কাজ চালানোর অনুরোধ করেন।
৭৩ বছরের নেতানিয়াহু ইসরায়েলের সেবা হাসপাতালে রয়েছেন। সেখানে তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে আগেই জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। হাসপাতালের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, শুক্রবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু উত্তর ইসরায়েলের জনপ্রিয় অবকাশ কেন্দ্র সি অব গ্যালিলি পরিদর্শন করেন। ইসরায়েলে তীব্র তাপদাহ চলছে। তাপমাত্রা দিনের বেলা ৩০ এর কোঠার উপরে থাকছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষার ফলাফল স্বাভাবিক এবং অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান পানি শুন্যতা। চিকিৎসকদের পরামর্শ হলো আরও পরীক্ষার জন্য তিনি হাসপাতালে থাকুন।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ১৫ বছর ধরে তিনি একাধিক মেয়াদে দায়িত্ব পালন করে চলেছেন। তার বর্তমান উগ্র ডানপন্থী সরকার গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নেয়। সরকারি জোটে ধর্মীয় এবং উগ্রজাতীয়তাবাদী দল রয়েছে।
নেতানিয়াহু তুলনামূলকভাবে সুস্থ। তবে গত বছরের অক্টোবরে তাকে সামান্য সময়ের জন্য হাসপাতালে থাকতে হয়। এক ইহুদি প্রার্থনায় যোগ দিয়ে সেসময় অসুস্থ বোধ করেন তিনি।