কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়ায় বাবুল শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে সাড়ে ৯ টার দিকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের আফজাল শেখের ছেলে। পেশায় সে একজন কৃষক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন শেখসহ আপন চার ভাই বাবুলের দাবিকৃত জমিতে থাকা তালগাছ কাটতে যান। এ সময় খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে যায়। পরে জমির তালগাছ কাটাকে কেন্দ্র করে উভয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিপন শেখের হাতে থাকা দেশীয় অস্ত্র হাসুয়ার কোপে বাবুল শেখ গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার হাসান হাবিবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাইপো রামিম শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এবং তালগাছ কাটাকে কেন্দ্র করে মৃতঃ আজমল শেখের ছেলে রিপন শেখ, নাসির শেখ, মুরাদ শেখ, উইনসান শেখ বাবুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান চলছে।