।।নিজস্ব প্রতিবেদক।।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ১২ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দেশের ৫৭টি জেলায় ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যত লোক ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারমধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। মোট আক্রান্তের শতকরা ৬০ ভাগই ঢাকার বাসিন্দা। এখন সারা দেশেই বৃষ্টি হচ্ছে। পানি জমে থাকছে। এতে ডেঙ্গুর লার্ভা হওয়ার ঝুঁকি বাড়ছে। সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়ররা ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কাজ করছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আড়াই হাজার লোক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। সবাইকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।