আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ০৫:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@০৫:৫৮ অপরাহ্ণ
সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার(নীলফামারী)প্রতিনিধি।।

সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরীফ আগুন দিয়ে জালানো এবং রাষ্ট্রীয় সহযোগীতায় কোরআন শরীফের অবমাননার প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। ডোমার বাজার সংলগ্ন বাটার মোড় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে শহরের প্রধান প্রধান গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

রেলষ্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোসলেহুদ্দীন শাহ, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ প্রমুখ।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights