।।জয়পুরহাট প্রতিনিধি।।
‘জয়পুরহাট পৌরসভার আওতাধীন ড্রেনের বর্জ্য পরিস্কারে ব্যবস্থা গ্রহন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটে প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরামের সাধারন সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরামের কোষাধ্যক্ষ জাহেদা কামাল,ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রিজিওনাল ব্যবস্থাপক আসমা আক্তার, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো সাবিনা আক্তার ও বদরুল আলম।