আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৩ জুন ২০২৩ @ ০৫:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ জুন ২০২৩@০৫:১৯ অপরাহ্ণ
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
ছবি- বিডিহেডলাইন্স

।।ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৩ ইং উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে অবহিতকরণ পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ছবি- বিডিহেডলাইন্স

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, স্বাস্থ্য কমপ্লেক্সে এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং এর লক্ষমাত্রা ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫ হাজার ২শত ৪ জন। এইসব শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৮শত ৭ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট কেন্দ্রের সংখ্যা স্থায়ী কেন্দ্র ১টি এবং সাব-ব্লক ২শত ৪০টি, মোট কর্মীর সংখ্যা ৪শত ৮২ জন, সুপারভাইজার ৯০ জন, প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ৩০ জন এবং ২য় সারির ৬ জন সুপারভাইজার পরিদর্শনে থাকবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights