সুদীপ্ত মিস্ত্রী
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছার রাড়ুলী ভূবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে সভাপতি কর্তৃক গত ৫জুন ২০২৩ ইং তারিখ শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের সভাপতি থেকে অপসারণ সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঘটনায় প্রকাশ গত ৫জুন ওই ইস্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে স্কুলের সভাপতি আরশাদ আলী বিশ্বাস কান ধরে, গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন। স্কুলের প্রধান শিক্ষক হিসেবে গৌতম কুমার ঘোষের প্রতি এই অন্যায় আচরণ মূলক কার্যকলাপের জন্য এলাকাবাসীসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারই প্রতিবাদস্বরূপ এই মানববন্ধন করা হয়।
নেতৃবৃন্দ রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, শেখ আব্দুর রহমান, অঞ্জলী রানী শীল, দিপক চন্দ্র সরকার, সুকৃতি মোহন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মধুসুধন সরকার, শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্ত, নারায়ণ চন্দ্র শিকারী, মৃণাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, সুধাংশু মন্ডল, কার্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার, সাঈদ মনোয়ার ও পলাশ কান্তি মজুমদার।
এদিকে শিক্ষককে লাঞ্চিত কারার ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদসহ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ।