আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আদমদীঘিতে রেললাইনে লাফ দিয়ে আত্মহনন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ০৭:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@০৭:৪৬ অপরাহ্ণ
আদমদীঘিতে রেললাইনে লাফ দিয়ে আত্মহনন

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনে লাফ দিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে হারুনুর রশিদ(৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহনন করেছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ৮জুন বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনের পাশে কলাবাড়িয়া নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হারুনুর রশিদ নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে এবং রাণীনগর উপজেলা আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রেলস্টেশন এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও তুষার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি একটি গ্লাস হাতে নিয়ে ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় পানি পান করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছাতিয়ানগ্রাম স্টেশন অতিক্রম করে কলাবাড়িয়া নামক স্থানে পৌঁছামাত্র হাতে থাকা পানির গ্লাস নিয়েই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights