উৎপল রায়
।।দাকোপ প্রতিনিধি।।
বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি’র কর্মীসভা ৮ই জুন সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটার বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির এজাজ খান আহবায়ক খুলনা জেলা বিএনপি, বিশেষ অতিথি ছিলেন মনিরুল হাসান বাপ্পি সদস্য সচিব খুলনা জেলা বিএনপি, বিশেষ অতিথি আবু হোসেন বাবু যুগ্ম সম্পাদক খুলনা জেলা বিএনপি, বিশেষ অতিথি খায়রুল ইসলাম খান জনি আহ্বায়ক বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও খুলনা জেলা শাখা, সভাপততিত্ব করেন খন্দকার ফারুক হোসেন সদস্য সচিব, বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও খুলনা জেলা শাখা।
উক্ত কর্মী সভায় বিএনপি’র বিশেষ অতিথি ও প্রধান অতিথি সকলে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারকে দুর্নীতিবাজ সরকার বলে আখ্যাদেন ও জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে বলে জোর দাবি করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি গ্যাস মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি এ সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরেন।
তিনি আরো বলেন- বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি দিতে হবে ও দলীয় সকল নেতাকর্মীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং দলের সকল নেতাকর্মীকে একত্রিত থেকে এ দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন।
উরা/কেএইচ/০৮০৬২৩/১৭;০২