স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিনসহ তার সন্ত্রাসি বাহিনী দ্বারা “দৈনিক আই বার্তা” পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার আঞ্চলিক “দৈনিক প্রবাহ পত্রিকা”র লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাসকে পরিকল্পিত হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া যায়।
বৃহস্পতিবার ১জুন লোহাগাড়া উপজেলার সামনে দুপুরে পূর্বে সংবাদ প্রকাশের জেরে পূর্ব সত্রুতায় ৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান নিজে ও তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা হকিস্টিক লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুরকে বেধড়ক মারধর করে হত্যা চেষ্টা চালায় বলে আজিজুর বিশ্বাস জানায়।
এসময় তার নির্দেশে লোহার রড দিয়ে ১৫থেকে ২০জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
সাংবাদিক আজিজুর বিশ্বাস মারাত্বক জখম অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে লোহাগড়া সাংবাদিক প্রতিনিধিরা বলেন, আইনের উর্ধ্বে কেউই না, একজন জনপ্রতিনিধি এরকম একটি ঘটনা খুবেই দঃখজনক। হত্যার উদ্দেশ্যে আর পরিকল্পিত ছিল ঘটনাটি। সঠিক তদন্ত করে অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।