আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিরাপদ শুটকি উৎপাদনকারী উদ্যোক্তদের সমাপনি কর্মশালা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ১২:০৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@১২:০৯ পূর্বাহ্ণ
নিরাপদ শুটকি উৎপাদনকারী উদ্যোক্তদের সমাপনি কর্মশালা

।।বরগুনা প্রতিনিধি।।

দেশের দক্ষিনাঞ্চলে পরিবেশ বান্ধব নিরাপদ শুটকি উৎপাদনকারী উদ্যাক্তাদের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বরগুনার শহীদ স্মৃতি সড়কের সংগঠিত গ্রামউন্নয়ন কর্মসূচি (সংগ্রাম) কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পিকেএসএফের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংগঠন সংগ্রাম ২০২১সালের জুলাই মাস থেকে উদ্যাক্তা তৈরীতে কাজ করে আসছে। কর্মশালায় ৬ জন সফল উদ্যাক্তাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংগ্রামের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে।

মাসুদ সিকদারের সঞ্চালনায় সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোঃ মনিরের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন,পিকেএসএফের কর্মসূচী কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, চৌধুরী মোঃ মাসুম, চিত্ত রঞ্জন শীল,এনামুল হোসেন,আঃ মন্নান,জাকির হোসেন মিরাজ,সামসুউদ্দিন খান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights