আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েলি সরকারের উচিত আইসিসিতে বিচার করা- তুর্কি প্রেসিডেন্ট

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৯ নভেম্বর ২০২৩ @ ০২:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৩@০২:০১ অপরাহ্ণ
ইসরায়েলি সরকারের উচিত আইসিসিতে বিচার করা- তুর্কি প্রেসিডেন্ট

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবার আবারও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েল সরকারকে জবাবদিহি করার জন্য “প্রচুর প্রমাণ” রয়েছে।

“আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রশাসনের বিচারের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অপরাধের নিরপেক্ষ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ক্ষমতায় সবকিছু করব,” জার্মানিতে একদিনের সফর থেকে ফিরে আসার সময় এরদোগান বলেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে কথা বলতে গিয়ে, যিনি ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য বর্ধিত তদন্তের মুখোমুখি হচ্ছেন। তুর্কি নেতা বলেছেন, নেতানিয়াহু একজন গোনার, আমরা তাকে পরিত্রাণ পেতে চলেছি। আশা করি, ইসরাইল করবে। তাকে পরিত্রাণ দিন, এবং বিশ্বের সমস্ত ইহুদি তার থেকে মুক্তি পাবে। বর্তমানে, তার নিজের দেশের ৬০-৭০% নাগরিক নেতানিয়াহুর বিরোধিতা করে।

তিনি বলেন, তুর্কিয়ে গাজার নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। তিনি বলেন, “ইসরায়েল সাহায্যে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং গাজাকে খাদ্য ও পানির অনাহারে রাখছে। কিন্তু আমরা হাল ছাড়ি না।”

“প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, আমরা গাজাকে বাঁচিয়ে রাখব। সমগ্র বিশ্ব, বিশেষ করে ইসলামিক দেশগুলোর উচিত সাহায্য প্রদানের জন্য একত্রিত হওয়া।”

হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় তার বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে, অন্তত ১২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলে সরকারীভাবে মৃতের সংখ্যা প্রায় ১,২০০ এ দাঁড়িয়েছে।

হাসপাতাল, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবনও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরায়েল যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বানকে রক্ষা করেছে যদি না গত মাসে হামাসের হামলার সময় আটককৃত সমস্ত জিম্মি ফিরে না আসে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights