মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উপলক্ষে কালকিনির ভুরঘাটায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী ঐহিত্যবাহী কুন্ডুবাড়ি মেলা।
মেলাকে ঘিরে কুন্ডুবাড়ীর চারপাশেসহ ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বসেছে হাজার রকমের দোকান। এসব দোকানে পাওয়া যাচ্ছে সকল ধরনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ কাঠের আসবাবপত্র। যা কিনতে প্রতিমুহূর্তেই ভিড় করছেন ক্রেতারা। অধিকাংশ দোকানিরা ঢাকা, নরসিংদী, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় থেকে এসেছে।
বাংলা ১৭৮৩ সালে মহেষ চন্দ্র কুন্ডু এই মেলা শুরু থেকে একটানা হয়ে আসছে মেলা। ঐতিহ্যবাহী মেলায় প্রতিবছর কয়েক কোটি টাকার মালামাল বিক্রি হয়।
২৩১ বছরেরও বেশি সময় ধরে এভাবেই উৎসবমুখর পরিবেশে হয়ে আসছে কুন্ডুবাড়ি মেলা। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় স্বাচ্ছন্দ্যে কেনা-বেচা করতে পারছেন ক্রেতা-বিক্রেতারা। মেলার সবচেয়ে বড় আকর্ষণ কাঠের তৈরি খাট, সোফা, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ও ঘর সাজানো জিনিসপত্র, রয়েছে শিশুদের জন্য ভ্রামমান শিশু পার্ক।
পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতায় প্রতিবছর এই মেলা হয়ে আসছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েই চলছে। স্বল্প দামে জিনিসপত্র কিনতে পেরে খুশি দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। আর ভালো বিক্রি হবে সেই আসায় খুশি বিক্রেতারা।
মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার মেয়র, এস এম হানিফ বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করার জন্য সবার সাথে আলোচনা করে সবাইকে বলা রয়েছে যাতে এই ঐতিহ্যবাহী মেলার ঐতিহ্য যেন ধরে রাখে এবং সামাজিকতা যেন রক্ষা পায়।