।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
শ্রমিকদের অসন্তোষের কারণে সুষ্ঠুভাবে কার্যক্রম চালাতে না পারলে কারখানা বন্ধ করে দেবে বলে জানিয়েছে পোশাক প্রস্তুতকারীরা।
শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে উত্পাদন ইউনিটগুলি বন্ধ করা হবে, যা বলে যে কাজ না থাকলে মালিকদের শ্রমিকদের বেতন দিতে হবে না, তারা বলেছে।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত পোশাক কারখানা মালিকদের সমাবেশে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এ ঘোষণা দেন।
গত এক সপ্তাহ ধরে পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বিজিএমইএ কার্যালয়ে জড়ো হয়েছেন প্রায় ২০০ কারখানা মালিক।
বৈঠকে অংশগ্রহণকারীরা কারখানার নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিজিএমইএ’র কয়েকজন নেতা ও কারখানা মালিকরা আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করার কথা রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এবং ভাঙচুর থেকে শ্রমিকদের নিরাপত্তা ও নিরাপত্তা চান।