আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২০৩৬ সালে ১৫% ভারতীয়ের বয়স হবে ৬০ বছরের বেশি: জাতিসংঘ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:১৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@১০:১৩ পূর্বাহ্ণ
২০৩৬ সালে ১৫% ভারতীয়ের বয়স হবে ৬০ বছরের বেশি: জাতিসংঘ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

জাতিসংঘের নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১০ সালের পর থেকে ভারতে দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বাড়ছে। আগাম পূর্বাভাস অনুযায়ী, ২০৪৬ সাল নাগাদ ভারতের বয়স্ক জনগোষ্ঠী পরিমাণ হবে ০-১৪ বছরের তরুণ জনগোষ্ঠীর চেয়ে বেশি। ওই সময়ে ১৫ থেকে ৫৯ বছরের মানুষের সংখ্যাও কমে যাবে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩’ বুধবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, নিঃসন্দেহে ভারতের তুলনামূলক তরুণ জনগোষ্ঠী আগামী দশকে দ্রুত বয়স্ক সমাজে পরিণত হবে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ভারতের ১৪.৯ কোটি মানুষের বয়স ৬০ বছর কিংবা তারও বেশি ছিল, যা ভারতের মোট জনগোষ্ঠীর ১০.৫ শতাংশ। তবে ২০৩৬ সাল নাগাদ এই জনগোষ্ঠীর পরিমাণ ১৫ শতাংশে পৌঁছাবে। ২০৫০ সালে ভারতের বয়স্ক জনগোষ্ঠীর আকার দাঁড়াবে ৩৪ কোটি ৭০ লাখ (২০.৮ শতাংশ)। ওই সময়ে ভারতের প্রতি পাঁচ জনের একজন হবে বয়স্ক। আর শতাব্দির শেষ নাগাদ ভারতের মোট জনসংখ্যার ৩৬ শতাংশ হবে বয়স্ক মানুষ।

২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী ভারতে প্রতি একশ শিশুর জন্য ৩৯ জন প্রাপ্তবয়স্ক। মধ্য ও উত্তর ভারতের প্রদেশগুলোর তুলনায় দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি।

২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রতি একশ কর্মজীবী মানুষের ওপর নির্ভরশীল ছিলেন গড়ে ১৬ বৃদ্ধ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights