আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩@০৭:১৩ অপরাহ্ণ
শেরপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের নকলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোগাই নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

জানা গেছে, ওই বালু ব্যবসায়ীর নাম মো. সোহাগ মিয়া (৩৩)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ভরাট আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
Verified by MonsterInsights