শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোগাই নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
জানা গেছে, ওই বালু ব্যবসায়ীর নাম মো. সোহাগ মিয়া (৩৩)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ভরাট আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।