আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাদের কাছে পাল্টা জবাব গেছে যে আমিই ঝড় বললেন নুসরাত!

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:০৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩@১০:০৩ পূর্বাহ্ণ
তাদের কাছে পাল্টা জবাব গেছে যে আমিই ঝড় বললেন নুসরাত!

।।নিজস্ব প্রতিবেদক।।

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে টালিউড অভিনেত্রী ও বিধায়ক নুসরাত জাহানের ফ্ল্যাট দুর্নীতির মামলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) টানা ছয় ঘণ্টা তাকে জেরা করেছে আলিপুর দায়রা আদালত। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামের এক স্টোরিতে তিনি লেখেন, তারা (জেরাকারী) ফিসফিস করে বলেছিল যে ঝড় এলে উড়ে যাবে। কিন্তু তাদের কাছে পাল্টা জবাব গেছে যে আমিই ঝড়।

প্রসঙ্গত, ফ্ল্যাট দুর্নীতির মামলায় জড়িয়ে এই অভিনেত্রীকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। অনেকেই ফ্ল্যাট বিতর্কে তার দিকেই আঙুল তুলেছেন। তবে নুসরাতও বুঝিয়ে দিয়েছেন দমে থাকার পাত্রী নন তিনি।

গত শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কলকাতার এই অভিনেত্রী লিখেছিলেন, ‘সত্যি চিরন্তন, অপরিবর্তিত। যদিও পরিস্থিতি নির্বিশেষে তাতে রং চড়িয়ে বিকৃত করার চেষ্টা চলে বিভিন্ন সময়। তবে সত্যিটা ঠিক সামনে আসবেই। যারা এই সত্যিটা বোঝেন না, তারা ঠিক একদিন ধ্বংস হবে।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights